বহুল ব্যবহৃত ক্রোম ব্রাউজারে পাসওয়ার্ডের বদলে ‘পাসকি’ ব্যবহারের নতুন ফিচার চালু করেছে গুগল।
অক্টোবর মাস থেকে টানা কয়েক সপ্তাহ নতুন ফিচারটি নিয়ে পরীক্ষা চালানোর পর ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ক্রোম ওএসের স্টেবল চ্যানেলেও পাসওয়ার্ডবিহীন নিরাপদ লগইন প্রক্রিয়াটি কার্যকর করেছে তারা।
প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ জানিয়েছে, উইন্ডোজ ১১, ম্যাকওএস ও অ্যান্ড্রয়েড নির্ভর ডিভাইসে কাজ করবে নতুন ফিচারটি।
অ্যান্ড্রয়েড বা অন্যান্য ডিভাইস থেকেও পাসকি সমন্বয়ের সুযোগও রেখেছে গুগল। তাদের নিজস্ব পাসওয়ার্ড ম্যানেজার ছাড়াও ‘ওয়ানপাসওয়ার্ড’ অথবা ‘ড্যাশলেইন’-এর মতো তৃতীয় পক্ষীয় পাসওয়ার্ড ম্যানেজারের মাধ্যমেও পাসকি সমন্বয়ের কাজটি করতে পারবেন ব্যবহারকারী।
‘ইউনিক আইডেন্টিটি কি’ হিসেবে কম্পিউটার বা মোবাইল ফোনে সংরক্ষণ করতে হয় পাসকি। নিজস্ব সেবায় ‘পাসকি এপিআই’ ব্যবহার করে এমন ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনে ডিভাইসের বায়োমেট্রিক্স বা ভিন্ন কোনো নিরাপদ পরিচয় নিশ্চিতকরণ প্রযুক্তির সঙ্গে ‘পাসকি’র সমন্বয়ে ব্যবহারকারীকে লগ-ইন করতে দেয়।
ভার্জ লিখেছে, পাসওয়ার্ড ফাঁস হওয়ার বা বেহাত হওয়ার শঙ্কা না থাকায় ‘পাসকি’র ব্যবহার তুলনামূলক নিরাপদ।